Last Updated: December 30, 2013 20:39

অভিনেতা ফারুক শেখের শেষ বিদায়ে চোখের জলে ভাসল বলিউড। আজ সন্ধ্যায় ফারুক শেখের মরদেহ দুবাই থেকে নিয়ে আসা হয় তাঁর মুম্বইয়ে। প্রিয় অভিনেতা শেষবার দেখতে বিমানবন্দরের বাইরে ছিল উপচে পড়া ভিড়। প্রিয়জনেরা দাঁড়িয়ে ছিলেন চোখভেজা জলে।
এরপর আন্ধেরীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের সমাধির পাশে ছেলে ফারুক শেখের মরদেহ শায়িত করে রাখা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল বলিউডের বেশ কয়েকজনকে। গত শনিবার ৬৫ বছর বয়সে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ফারুক শেখের জীবনাবসান হয়৷
শেষ যে দুটি ছবিতে তিনি অভিনয় করেছেন সেগুলি হল `ক্লাব সিক্সটি` এবং `ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি`।
১৯৪৮ সালের ২৫ মার্চ গুজরাতের বডোদরায় জন্মগ্রহণ করেন তিনি৷ তাঁর অভিনীত উমরাও জান, চসমে বদ্দুর, মোহিনী, বাজার, ম্যায় অউর মেরি তনহায়ি চিরস্মরণীয়৷ সত্যজিত রায়, মুজফফর আলি, হৃষিকেশ মুখোপাধ্যায়ের মতো চলচ্চিত্র পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি৷
শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দার একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন ফারুক শেখ৷ জিনা ইসিকা নাম হে-র মতো জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন তিনি৷
First Published: Monday, December 30, 2013, 20:55