ইভটিজিং-এর প্রতিবাদ করায় প্রহৃত বাবা

ইভটিজিং-এর প্রতিবাদ করায় প্রহৃত বাবা

ইভটিজিং-এর প্রতিবাদ করায় প্রহৃত বাবাআবার ঘটল শ্লীলতাহানির ঘটনা। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে মার খেলেন দশম শ্রেণীর এক ছাত্রীর বাবা।

বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে উত্যক্ত করছিল এলাকার কয়েকজন যুবক। গতকাল সন্ধেবেলা মেয়েটিকে ফের উত্যক্ত করার প্রতিবাদ করেন ওই কিশোরীর বাবা। অভিযোগ,তখনই তাঁকে মারধর করা হয়। গুরুতর আহত ওই ব্যক্তিকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সব মহল। যদিও মুখ্যমন্ত্রী তথা সরকার থকে বারবার আনা হয়েছে `সাজানো ঘটনা`র অভিযোগ। প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে যথাযথ সুরক্ষারও। রায়গঞ্জের এই ঘটনা সেই সুরক্ষা ব্যবস্থাকেই আবার চ্যালেঞ্জের মুখেই ফেলে দিল।

First Published: Saturday, September 8, 2012, 11:59


comments powered by Disqus