Last Updated: July 2, 2014 10:54

ফেসবুকের সূত্র ধরে নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন বাবা। ২০০৮ তে বাগুইআটির বাসিন্দা বছর পনেরোর অঙ্কিত চতুর্বেদী নিখোঁজ হয়ে যায়। বাগুইআটি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দীর্ঘদিন খোঁজ তালিয়েও অঙ্কিতের কোনও খোঁজ পায়নি পুলিস।
হঠাতই বেশ কিছুদিন ধরে অঙ্কিতের বাবার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ফিরে আসব বলে বারবার মেসেজ আসায় বিষয়টি বাগুইআটি থানায় জানান অঙ্কিতের বাবা। এরপর তদন্তে নামে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ফেসবুকের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পারেন মেসেজগুলি পাঠানো হচ্ছে পঞ্জাব থেকে। এরপর পঞ্জাবে গিয়ে অঙ্কিতের খোঁজ পায় পুলিস। গতকাল অমৃতসর মেলে অঙ্কিতকে সঙ্গে নিয়ে হাওড়ায় আসে পুলিস। অঙ্কিতকে সনাক্ত করেছে তার বাবা-মা।
First Published: Wednesday, July 2, 2014, 10:54