Last Updated: September 7, 2013 20:44

মেয়ের নামে কটুক্তির প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের।
জয়নগরের জাঙ্গালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্রীকৃষ্ণনগরে নবম শ্রেণির এক ছাত্রীকে বছর তিনেক আগে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গ্রামের মাতব্বররাই সালিসি ডেকে অভিযোগের নিষ্পত্তি করেন। অভিযুক্ত বাসুদেব অধিকারী, তাপস হালদার ও রবিরাম নষ্করকে ক্ষতিপূরণ দেওয়ার শাস্তি দেওয়া হয়। সে সময়ের মতো বিষয়টি মিটে গেলেও নির্যাতিতার বাবাকে প্রতিদিনই তাঁর মেয়ের সম্মান নিয়ে কটূক্তি করা হত বলে অভিযোগ। গতকালও একই ঘটনা ঘটনা ঘটে।
অভিযুক্ত বাসুদেব হালদারের বাড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ জানান নির্যাতিতার বাবা। এরপরেই মেয়ের বাবাকে বেধরক পেটায় অভিযুক্ত। বারুইপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় মেয়েটির বাবার।
এনিয়ে থানায় অভিযোগ জানানো হয় বাসুদেব হালদারের বিরুদ্ধে। ঘটনার পরপরই বাসুদেব হালদার সমেত ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরও দুই জন তাপস হালদার ও রবিরাম নষ্কর গ্রাম ছেড়ে পালিয়েছে। পুলিসের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দার। অবস্থা সামাল দিতে গ্রামে পুলিস পিকেট বসানো হয়েছে।
First Published: Saturday, September 7, 2013, 20:44