Last Updated: July 6, 2013 14:14

বিতর্ক আর পিছু ছাড়ছে না ইশরাত জাহান মিথ্যা এনকাউন্টার মামলার। সিবিআইয়ের পেশ করা চার্জশিট অনুযায়ী বিপত্তিতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। আইবির তরফ থেকে দাবি করা হয়েছে ইশরত যে সুইসাইড বম্বার হতে পারেন ২০০৯ সালে তা জানিয়েছিল এফবিআই। জুনেই এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয় আইবির পক্ষ থেকে।
আইবি দাবি করেছে ২০০৯-এ লস্কর-এ-তৈবার জঙ্গি ডেভিড হেডলিকে জেরা করে এফবিআই ইশরাত জাহান সম্পর্কে জানতে পারে। এই বিষয়ে একটি চিঠিও তারা কেন্দ্রীয় সরকারকে দিয়েছিল বলে খবর। আইবির দাবি এই চিঠিতে এফবিআই জানিয়েছিল ইশরাত জাহানকে মুজাম্মিল নিযুক্ত করেছিল। ইশরত নাশকতার সঙ্গে জড়িত সুইসাইড বম্বার বলেও উল্লেখ ছিল সেই চিঠিতে।
এফবিআইয়ের সেই চিঠিতে দাবি করা হয়েছিল লস্কর-ই-তৈবার জাকি উর রহমান ডেভিড হেডলিকে ইশরাত জাহান সম্পর্কে খবর দিয়েছিল।
যদিও এর আগে এনআইএ-এর জেরায় হেডলি ইশরাত জাহান সম্পর্কে কিছুই জানায়নি।
আইবি স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে সিবিআইয়ের চার্জশিটে যে ভাবে আইবি আধিকারিকদের আক্রমণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করা হয়েছে। এই চিঠিতে জানানো হয়েছে এর ফলে আইবির আধিকারিকদের মনোবল নষ্ট হবে। দেশের আভ্যন্তরীণ সুরক্ষাও এতে নষ্ট হবে বলে জানোনো হয়েছে আইবির পক্ষ থেকে।
First Published: Saturday, July 6, 2013, 14:36