প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকের এফডি ব্লকে

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকের এফডি ব্লকে

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকের এফডি ব্লকেপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেক এফ ডি ব্লকে।  কাউকে না জানিয়ে মণ্ডপ থেকে প্রতিমা বের করে তা জল দিয়ে গলিয়ে দেওয়ার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, সোমবার দুপুর দেড়টা নাগাদ মণ্ডপ থেকে প্রতিমা বের করে নিয়ে যাওয়া হয়। এরপর ইন্দিরা ভবনের পাশে একটি ফাঁকা জায়গায় দমকলের মাধ্যমে জল গিয়ে প্রতিমা গলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ব্লকের পুজো কমিটির সভাপতি প্রদীপ সেনগুপ্তর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

First Published: Tuesday, October 15, 2013, 10:19


comments powered by Disqus