ফেড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান

ফেড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান

ফেড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগানমোহনবাগান (০): চার্চিল ব্রাদার্স (০)


দলটার একেবারে সামনে ছিলেন দেশের অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার জুটি টোলগে-ওডাফা। কিন্তু তাতে বিপক্ষের গোলে একবারও বল জড়ানো গেল না। ফল ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান। আর শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের সঙ্গে ০-০ গোলে ড্র করে সেমিফাইনালে ওঠার ব্যাপারে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল মোহনবাগান।
এই গ্রুপের প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে এয়ার ইন্ডিয়াকে হারালো। ফলে সেমিফাইনালে উঠতে হলে টোলগেদের এখন মহামেডান, এয়ার ইন্ডিয়া দুটো ম্যাচ তো জিততে হবেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য খেলার ফলাফলের উপরেই। আর এসব আর সন্তোষ কাশ্যপের দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য।

চোট নিয়ে যাবতীয় সংশয় দূর করে বৃহস্পতিবার শুরু থেকেই মাঠে নেমেছিলেন অধিনায়ক ওডাফা।প্রথমার্ধে দাপট ছিল চার্চিলের।বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করে ম্যাচে ফেরার চেষ্টা করেন মোহনবাগান কোচ সন্তোষ কাশ্যপ।এদিন নজর কাড়তে ব্যর্থ হন টোলগে ওজবে।তাঁর জায়গায় মাঠে নামেন সাবেথ।শেষপর্যন্ত কোন দলই গোলমুখ খুলতে পারেনি।







First Published: Thursday, September 20, 2012, 21:38


comments powered by Disqus