Last Updated: July 6, 2012 21:22

উইম্বলডনের সেন্টার কোর্টে ফের ফেডেরার ম্যাজিক। শীর্ষবাছাই নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিলেন সুইস সুপারস্টার। ফেডেরারের ম্যাজেকস্টিক টেনিসের কোনও উত্তরই ছিল না গতবারের উইম্বলডন চ্যাম্পিয়নের কাছে। প্রথমবার ঘাসের কোর্টে মুখোমুখি হয়েছিলেন বর্তমান টেনিসের দুই সেরা তারকা ফেডেরার আর জোকোভিচ।
টেনিসের এই সেরা লড়াই দেখার জন্য সেন্টার কোর্টে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর থেকে কিংবদন্তি রড লেভার। শুরু থেকেই মেজাজে ছিলেন ফেডেরার। প্রথম সেট ৬-৩`এ জিতলেও, দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান সার্বিয়ান জোকোভিচ। যদিও তৃতীয় সেটে ফের স্বমেজাজে পাওয়া যায় সুইস তারকাকে। নিজের পরিচিত ফোরহ্যান্ড শট দিয়ে বারবারই জোকোকে বিব্রত করেছেন ফেডেরার।
চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচ জিতে নেন ছ`বারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার। এই নিয়ে আটবার উইম্বলডনের ফাইনালে উঠলেন ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক। পিট সাম্প্রাসের সাতবার উইম্বলডন জয়ের রেকর্ড স্পর্শ করার হাতছানি ফেডেরারের সামনে।
First Published: Friday, July 6, 2012, 21:42