Last Updated: January 20, 2013 21:08

ডার্বি কাণ্ডে মোহনবাগানের শাস্তির জেরে এবার সংশোধন হতে চলেছে ফেডারেশনের সংবিধান। মোহনবাগানের বিচার করতে গিয়েই সামনে আসে যে আই লিগের নিয়ম আর ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের মধ্যে বিস্তার ফারাক। তাই দ্রুত নিজেদের সংবিধান সংশোধন করতে চাইছেন এআইএফএফ কর্তারা। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল আইনজীবি উষানাথ ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছেন প্রয়োজনীয় সংশোধন সেরে ফেলতে।
সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্পোর্টস কোড মেনে সংবিধানে বদল না আনলে ফুটবলের স্বীকৃতি বাতিল করে দেওয়া হবে। তাই এই কোডের কথাও মাথায় রাখতে হচ্ছে সংবিধান সংশোধনের সময়।
First Published: Sunday, January 20, 2013, 21:08