সুইস ইন্ডোর টাইটেল ফেডেরারের, Federer bags Swis Indore Title

সুইস ইন্ডোর টাইটেল ফেডেরারের

সুইস ইন্ডোর টাইটেল ফেডেরারেরদীর্ঘ দিন পর কোনও টুর্নামেন্ট জিতলেন সুইস টেনিস তারকা রজার ফেডেরার। জাপানের কেই নিশিকোরিকে স্ট্রেট সেটে হারিয়ে সুইস ইন্ডোর টাইটেল জিতলেন তিনি। ফেডেরারের পক্ষে খেলার ফল ৬-১, ৬-৩। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন নিশিকোরি। তবে ফাইনালে তাঁকে দাঁড়াতে দেননি ফেডেরার। এই নিয়ে ছয়বারের মধ্যে পাঁচবারই সুইস ইন্ডোর খেতাব জিতলেন ফেডেরার।

First Published: Monday, November 7, 2011, 20:23


comments powered by Disqus