ফেলে আসা দিন

ফেলে আসা দিন

ফেলে আসা দিনএ যেন ঠিক বাংলা গানের সোনালি সময়ের কথা মনে করিয়ে দিল। অনেক দিন পর আবার অমিত কুমারের পুজোর গান। এবারের পুজোয় তাঁর নতুন অ্যালবাম "ফেলে আসা দিন"। আশির দশকে হিন্দি ছবি `লাভ স্টোরি`-র গায়ক এতগুলো বছর পেরিয়েও নিজের নতুন গান নিয়ে আশাবাদী। পুরনো দিনের মেলোডির উদ্দেশ্যেই তাঁর এবারের গান বলে জানিয়েছেন অমিত কুমার। "ফেলে আসা দিনে"-র সুর দিয়েছেন মুন্না-রাজ। সবচেয়ে ভালো লাগার, আর ডি বর্মনের টিম থেকে শ্যাম রাজ এবং প্রেম সোধার মতো মিউজিসিয়ানও বাজিয়েছেন এই অ্যালবামে।

"প্রাণ তো মানে না"
"কত দিন আর"
"পথ চেয়ে"
"শোন রূবি"
"এ পার ভাঙে"
"কী করে জানলে তুমি"

First Published: Friday, September 28, 2012, 20:19


comments powered by Disqus