Last Updated: May 8, 2012 18:36

ঋণের দায়ে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। বর্ধমানের ভাতার থানার নতুনগ্রামে আত্মহত্যা করেন ডালিম পাল নামে এক কৃষক। অভিযোগ, খারিফ মরশুমের ধান বিক্রি না হওয়ায় বোরো চাষের জন্য মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন ডালিম পাল।
কিন্তু কালবৈশাখীর কারণে সেই ফসলও নষ্ট হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শেষমেশ সোমবার চরম সিদ্ধান্ত নেন ওই কৃষক। এদিন দুপুরে কীটনাশক খান ডালিম পাল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
First Published: Tuesday, May 8, 2012, 18:36