যাদবপুরে রিলে অনশনের পর এবার আমৃত্যু অনশনে ফেটসু

যাদবপুরে রিলে অনশনের পর এবার আমৃত্যু অনশনে ফেটসু

যাদবপুরে রিলে অনশনের পর এবার আমৃত্যু অনশনে ফেটসু র‌্যাগিং-এ যুক্ত ছাত্রদের শাস্তি দেওয়া যাবে না। এই দাবি নিয়ে ১২০ ঘণ্টা রিলে অনশনের পর এবার আমরণ অনশন শুরু করল ফেটসু। তুমুল সমালোচনার পরেও পিছু হটতে রাজি নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসু। 

ফেটসুর দাবি র‌্যাগিং-এর ভুয়ো অভিযোগ আনা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই স্পষ্ট  করে দিয়েছে তাদের অবস্থান। শাস্তি মকুবের দাবি কোনওভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সিদ্ধার্থ দত্ত। ঘটনার কড়া সমালোচনা করেছেন রাজ্যপালও। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনই আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক কোনও পদক্ষেপ নিচ্ছে না। তারা চাইছেন আলোচনার মাধ্যমেই সমাধান  
 

First Published: Thursday, September 26, 2013, 20:58


comments powered by Disqus