ডোপিং টেস্টের পদ্ধতি বদলাচ্ছে ফিফা, Fifa changes rule of Doping test

ডোপিং টেস্টের পদ্ধতি বদলাচ্ছে ফিফা

ডোপিং টেস্টের পদ্ধতি বদলাচ্ছে ফিফানিষিদ্ধ অসুধ পরীক্ষা করতে ফুটবলারদের মুত্রের নমুনা আগাম নেওয়া হবে বলে ফিফার সিদ্ধান্ত। প্রত্যেক ফুটবলারদের স্টেরয়েড প্রোফাইল তৈরিই এই নতুন পদ্ধতির লক্ষ্য। আগামী মাসে ক্লাব ওয়ার্ল্ড কাপে ফুটবলারদের নমুনা নেওয়া হবে। সেই সময় সাতটি ফুটবল ক্লাবের প্রত্যেক ফুটবলার তাঁদের নমুনা দেবেন। এই টুর্নামেন্টে বার্সেলোনা এবং স্যান্টস ক্লাব থাকায় মেসি এবং নেইমারও মুত্রের নমুনা দেবেন।
 

First Published: Friday, November 18, 2011, 23:34


comments powered by Disqus