Last Updated: September 13, 2013 18:22

ব্রাজিল বিশ্বকাপের কাউন্টডাউন আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার শুরু হয়ে গেল বিশ্বকাপ ট্রফির পরিক্রমা। রাজধানি রিও থেকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শুরু হল বিশ্বকাপ ট্রফির পরিক্রমা। কলকাতাতে ট্রফিটি আসার কথা ২২ ডিসেম্বর। বিশ্বের মোট ৭৯টি দেশে ঘুরবে এই ট্রফি।
১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২। এই পাঁচটি বছর বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। এই পাঁচটি বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন জাগালো, ক্লোডোয়ালো, রিভেলিনো, বেবেতো এবং মার্কোস। ব্রাজিলের রাজধানি রিওতে এই কিংবদন্তিদের উপস্থিতিতে শুরু হল বিশ্বকাপ ট্রফির পরিক্রমা। রিওর বিখ্যাত যীশু মূর্তির পাদদেশ থেকে আরম্ভ হল এই পরিক্রমা।
রিওতে তিন দিন থাকার পর ট্রফিটি পৌঁছবে তাহিতি। বিশ্বের ৭৯টি দেশে ঘুরবে এই ট্রফি। কলকাতাতে ট্রফিটি আসার কথা ২২ ডিসেম্বর। থাকবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আজ পর্যন্ত ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। আগামী বছর ব্রাজিলে বিশ্বকাপ হওয়াকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বাড়তি মোটিভেশন হিসাবে দেখছেন কিংবদন্তিরা।
First Published: Friday, September 13, 2013, 18:24