ধোনিদের চিন্তা বাড়িয়ে বৃষ্টিতে ধুয়ে গেল কটকের ওয়ানডে

ধোনিদের চিন্তা বাড়িয়ে বৃষ্টিতে ধুয়ে গেল কটকের ওয়ানডে

ধোনিদের চিন্তা বাড়িয়ে বৃষ্টিতে ধুয়ে গেল কটকের ওয়ানডেরেকর্ড বৃষ্টিতে ম্যাচ হবে এমন আশা কেউ করেনি, সেটাই হল। বৃষ্টিতে ধুয়ে গেল কটক ওয়ানডে ম্যাচ। কালকেই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল ম্যাচ হচ্ছে না। আজ সকালের পর সেটা আরও পরিষ্কার হয়ে যায়। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগেই সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয় আজকের ম্যাচ হচ্ছে না।

তবে ম্যাচ না হলেও বিমা করিয়ে রাখায় বিশেষ ক্ষতি হচ্ছে না ওড়িশা ক্রিকেট সংস্থার। দর্শকরাও টিকিটের দাম ফেরত পেয়ে যাচ্ছেন।

তবে কটকের ম্যাচ ভেস্তে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়ল ভারত। সাত ম্যাচের ওয়ানডে সিরিজে আজ ছিল পাঁচ নম্বর ম্যাচ। এদিনের ম্যাচ না হওয়ায় সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে থাকল ২-১। অর্থাত্‍ ঘরের মাঠে সিরিজ জিতলে হলে ভারতকে বাকি দুটো ম্যাচ জিততেই হবে। কাজটা অনেকটা কঠিন হয়ে গেল সেটা মানছেন মহেন্দ্র সিং ধোনিও। গতলাকল আবার রবীন্দ্র জাদেজা স্বীকার করে নেন চলতি সিরিজে অস্ট্রেলিয়া তাদের বেশ ভুগিয়েছে।

৩০ অক্টোবর নাগপুরে ষষ্ঠ ওয়ানডে। তারপর ২ নভেম্বর বেঙ্গালুরুতে শেষ ম্যাচ। দেওয়ালিতে খুশির আলো জ্বালাতে হলে ওই দুটো ম্যাচই জিততে হবে। তা না হলে পাইলিনের মত ধোনির সংসারেও অসন্তোষের ঝড় আছড়ে পড়তে পারে।

First Published: Saturday, October 26, 2013, 13:55


comments powered by Disqus