বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন কুলতলির তপন

বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন কুলতলির তপন

বাঘের সঙ্গে লড়াই করে ফিরলেন কুলতলির তপনবাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন কুলতলির তপন পিয়াদা। গত রবিবার বেনিফেলি জঙ্গলে মাতলা নদীতে ১০ জনের দলের সঙ্গে কাঁকড়া ধরতে যান তিনি। বেনিফেলির জঙ্গলে গিয়ে নৌকায় এক জনকে রেখে তিনজনের দল করে কাঁকড়া ধরতে শুরু করেন তাঁরা। অন্যদের থেকে কিছুটা এগিয়ে গিয়ে কাঁকড়া ধরছিলেন তপন পিয়াদা।সে সময় সামনে থেকে আক্রমণ করে একটি বাঘ।

হাতে থাকা গড়ান গাছের লাঠি দিয়ে বাঘের সঙ্গে লড়াই করেন তিনি। কিছুক্ষণ লড়াই চলার পর অন্য সঙ্গীরা এসে তপন পিয়াদাকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় জয়নগরের একটি নার্সিংহোমে চিকিত্‍সাধীন তপন বাবু।

First Published: Tuesday, September 17, 2013, 14:35


comments powered by Disqus