Last Updated: October 18, 2011 14:46

চরম আর্থিক সঙ্কটে জেরবার রাজ্য। ইতিমধ্যেই বাজার থেকে আরও পনেরোশো কোটি টাকা ধার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোট অন অ্যাকাউন্টে তিরিশ শতাংশ অতিরিক্ত রাজস্ব আদায়ের কথা বলা হলেও বাস্তবে তা সম্ভব হয়নি। উল্টে, গত ক-মাসে পরিকল্পনাবিহীন খাতে খরচ বেড়েছে কয়েকগুণ। মহার্ঘ ভাতা না পাওয়ায়, বেতনে কোপ পড়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ সরকারি কর্মচারীদের কপালে। সব মিলিয়ে নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বেহাল দশা রাজ্যের আর্থিক ব্যবস্থার।
First Published: Tuesday, October 18, 2011, 14:46