আামার মতই প্রেমিক খুঁজো, মেয়েকে শাহরুখ

আামার মতই প্রেমিক খুঁজো, মেয়েকে শাহরুখ

আামার মতই প্রেমিক খুঁজো, মেয়েকে শাহরুখ দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কল হো না হো...আদর্শ প্রেমিকের সংজ্ঞা তৈরি করেছেন শাহরুখ। বহু কিশোরীর কাছেই আদর্শ প্রেমিক মানে এখনও রাজ। এমনকী, শাহরুখ নিজেও তাই মনে করেন। তাই নিজের মেয়েকেও বললেন তাঁর মতই প্রেমিক খুঁজে নিতে।

শাহরুখ বলেন, "আমি সুহানাকে বলি আমার মত প্রেমিক খুঁজতে। আমি ভালবাসার জন্য খুব ভাল। আমি ভদ্র, শিক্ষিত, ভালবাসতে জানি, ভালবাসার মানুষদের খেয়াল রাখি। আমার রাগ দিয়ে সুহানার আমার মতই প্রেমিক খোঁজা উচিত। যদি এটা আমি আমার মেয়েকে বলতে পারি তো পৃথিবীর যে কোনও মেয়েকে বলতে পারি।"

চেন্নাই এক্সপ্রেসের সাফল্যের পর অবশেষে রবিবারে অবসর কাটাচ্ছেন শাহরুখ। টুইট করলেন, "আজকের দিনটা আমি কাঁধ, মাথা আর হার্টের আরামের জন্য রেখেছি।"

First Published: Sunday, August 25, 2013, 16:45


comments powered by Disqus