Last Updated: January 9, 2014 15:33

গত ৬ জানুয়ারি ধর্মঘটের দিন রাস্তায় বাস না নামানো মালিকদের বিরুদ্ধে জরিমানা ঘোষণা করল রাজ্য সরকার। সাধারণ বাসের ক্ষেত্রে দশ হাজার এবং মিনিবাসের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জেএনএনইউআরএম (JNNURM) বাসের ক্ষেত্রে যে সব মালিকরা কিস্তির টাকা মেটাচ্ছেন না, তাদের বাস গতকাল থেকে বাজেয়াপ্ত করতে শুরু করেছে আরটিও (RTO)।
হুঁশিয়ারি ছিলই। এবার তা বাস্তবায়িত করার পথে একধাপ এগোলো রাজ্য পরিবহণ দফতর। গত ৬ই জানুয়ারি বেসরকারি বাস-মিনিবাস ধর্মঘটের দিন যেসব মালিক রাস্তায় বাস নামাননি তাদের সরাসরি বাস পিছু জরিমানার সিদ্ধান্ত ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী। সাধারণ বাসে দশ হাজার ও মিনিবাসে পাঁচ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
পাশাপাশি, ধর্মঘটে সামিল হওয়া বাসমালিকদের মধ্যে যারা জেএনএনইউআরএম (JNNURM) প্রকল্পের কিস্তির টাকা মেটাচ্ছেন না, তাদের বাস বিভিন্ন গুমটি থেকে বাজেয়াপ্ত করা শুরু করল আরটিও (RTO)। যার প্রথম ধাপ হিসেবে বুধবার রাতে বেলঘরিয়া থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৩টি বাস।
পরিবহণ সঙ্কট ঠেকাতে স্থায়ী দাওয়াই হিসেবে এবার শহরতলীতে ১৪ এবং ২৪ আসনের মাইক্রো বাস আনছে সরকার। তবে ৭৫ হাজার বেসরকারি বাস মিনিবাসের মোকাবিলায় সরকারের এই মাইক্রো উদ্যোগ কতটা কার্যকরী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
First Published: Thursday, January 9, 2014, 16:17