FIR against Kiran Bedi, কিরন বেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের

কিরন বেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের

কিরন বেদীর বিরুদ্ধে এফআইআর দায়েরশনিবার দিল্লির একটি আদালতের নির্দেশে আজ কিরণ বেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস। প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এনজিও-র টাকা নয়ছয় করার অভিযোগে গতকালই কিরণ বেদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছিল দিল্লির একটি আদালত। শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে কিরণ বেদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনেন দেবেন্দ্র সিং চৌহান নামের এক আইনজীবী। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে ২৪ ঘণ্টার মধ্যে কিরণ বেদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল দিল্লি পুলিসকে।

এর আগেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে বিমান ভাড়া বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কিরণ বেদীর বিরুদ্ধে।

First Published: Sunday, November 27, 2011, 13:28


comments powered by Disqus