মায়াবতীর নির্দেশেই এফআইআর, দাবি দিগ্বিজয় সিংয়ের

মায়াবতীর নির্দেশেই এফআইআর, দাবি দিগ্বিজয় সিংয়ের

মায়াবতীর নির্দেশেই এফআইআর, দাবি দিগ্বিজয় সিংয়েরনির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে জেলা প্রশাসনের এফআইআর মায়াবতীর নির্দেশেই করা হয়েছে বলে দাবি করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। এবং এই এফআইআর-এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার দিগ্বিজয় সিং বলেন, ``উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রচার সফল হয়েছে বলেই, মায়াবতীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এই এফআইআর-এর বিরুদ্ধে হাইকোর্টে যাব।`` নির্বাচনী বিধি ভঙ্গের কোনও নটিশ কংগ্রেস পায়নি বলেও দাবি করেছেন দিগ্বিজয় সিং।

সোমবার কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে কানপুর জেলা প্রশাসন। অভিযোগ, রাহুল গান্ধীর রোড-শো নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। কানপুরের জেলাশাসক হরি ওম জানান, দুপুর পর্যন্ত ২০ কিমি রোড-শো করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশিকা অগ্রাহ্য করে অতিরিক্ত সময়ে ৩৮ কিমি পথ প্রচার করা হয়েছে।

First Published: Tuesday, February 21, 2012, 14:04


comments powered by Disqus