আগুনে ভস্মীভূত তেঘরিয়ার গোডাউন

আগুনে ভস্মীভূত তেঘরিয়ার গোডাউন

Tag:  Fire godown
আগুনে ভস্মীভূত তেঘরিয়ার গোডাউনশেষ রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি গোডাউন। তেঘরিয়ার অর্জুনপুরে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ ওই গোডাউনে আগুন লাগে। মূলত কাপড়, প্লাস্টিক, শুকনো ফল, পাতা এই সব সামগ্রী দিয়ে তৈরি গৃহস্থালির জিনিস রাখা ছিল ওই গোডাউনে। গোডাউনের একেবারে গায়েই একটি বাড়ি থাকায়, আতঙ্কে ঘরের লোক রাস্তায় বেরিয়ে আসে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। ভোর পাঁচটা নাগাদ দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। বারোটি ইঞ্জিনের দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গোডাউনের ভিতর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল।

First Published: Wednesday, November 16, 2011, 09:13


comments powered by Disqus