আসানসোলে গুদামে আগুন

আসানসোলে গুদামে আগুন

আসানসোলে গুদামে আগুনআগুনে ভষ্মীভূত হয়ে গেল আসানসোলের বস্তিনবাজারের একটি কাপড়ের গুদাম। শনিবার রাত ১০টা নাগাদ বাজারের দোতলায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ৩ তলাতেও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।

আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় ব্যবসায়ীরা, ও বাসিন্দারা।  ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। এলাকাটি ঘিঞ্জি বসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গুদামের মিটার বক্সে শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর নেই।


 

 
 

First Published: Sunday, April 15, 2012, 10:10


comments powered by Disqus