Last Updated: March 31, 2012 11:05

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা এলাকায় খানপুর গ্রামের ৫টি বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার ভোররাতে খানপুর গ্রামের একটি বাড়িতে আগুন লেগে যায়। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের ৫টি বাড়ি।
মজুত পাট ও ধানের গুদামে আগুন ছড়িয়ে পড়ায় ভস্মীভূত হয়ে যায় কয়েক লক্ষ টাকার ফসল। অগ্নিকাণ্ডে বাসিন্দারা কেউ জখম না হলেও একাধিক গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২টি ইঞ্জিন। গোয়ালঘরে শর্টসার্কিটেরে জেরেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।
First Published: Saturday, March 31, 2012, 11:05