Last Updated: January 22, 2012 19:44

ফের শহরে অগ্নিকাণ্ড। রবিবার সন্ধেয় ইএম বাইপাসের ধারে ৩ নম্বর কালিকাপুর বস্তিতে আগুন লাগে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ায় দাহ্য পদার্থ দিয়ে তৈরি ঝুপড়িগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। অপরিসর রাস্তার কারণে সবকটি ইঞ্জিনকে কাজে লাগানো যায়নি। সবার চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় শতাধিক ঝুপড়ি। রাস্তায় বেরিয়ে পড়েন বস্তিবাসীরা। ঘটনার জেরে বাইপাসের যানচলাচলে প্রভাব পড়ে। বাইপাসের একটি লেন বন্ধ করে দেয় পুলিশ। ঘটনায় এখনও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে দমকল। অগ্নিকাণ্ডে গৃহহারাদের জন্য অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
First Published: Sunday, January 22, 2012, 20:15