Last Updated: September 3, 2013 20:37

এসি মেশিন থেকে আগুন লাগল কলকাতা পুরসভার মূল ভবনে। বিকেল পৌনে ৪টে নাগাদ পুরভবনের কাউন্সিলর ক্লাব রুমে, বিজেপি কাউন্সিলরদের বসার জায়গায় এসি মেশিনটিতে আচমকাই বিস্ফোরণ ঘটে। আগুনের হল্কা বেরোতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে কাউন্সিলর ও অন্যান্যদের মধ্যে। দমকলে খবর দেওয়া হয়। কিন্তু, দমকল পৌঁছনোর আগেই অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন পুরকর্মীরা।
ঢিল ছোঁড়া দূরত্বে দমকলের অফিস থাকলেও, ইঞ্জিন পৌঁছনোয় এত দেরি হওয়ায় প্রশ্ন উঠছে খোদ পুরকর্মীদের মধ্যেই।
First Published: Tuesday, September 3, 2013, 20:37