এবার আগুন লালবাজারে

এবার আগুন লালবাজারে

এবার আগুন লালবাজারেঅল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা পুলিসের সদর দফতর লালবাজার। শনিবার সকালে লালবাজারের এসটিএফ কন্ট্রোল রুমে আচমকাই আগুন লাগে। তবে তত্‍ক্ষণাত্‍ অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের অনুমান শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কলকাতা পুলিস ও দমকলের বিশেষজ্ঞরা।

First Published: Saturday, May 5, 2012, 12:33


comments powered by Disqus