দুবছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে ফের আগুন স্টিফেন কোর্টে

দুবছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে ফের আগুন স্টিফেন কোর্টে

দুবছর আগের ভয়াবহ স্মৃতি উস্কে ফের আগুন স্টিফেন কোর্টেফের আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল স্টিফেন কোর্টে। শুক্রবার সন্ধে নাগাদ বহুতলের ৬ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় মানুষজন। মুহুর্তে ফিরে আসে ২ বছর আগের স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডের স্মৃতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাণহানির খবর নেই অগ্নিকাণ্ডে।  

স্টিফেন কোর্টে ২০১০-এর তেইশে মার্চ আগুন লাগে। ৪৩ জনের প্রাণ কেড়ে নেয় সেদিনের অগ্নিকাণ্ড।  ফের আগুন লাগল স্টিফেন কোর্টের ছ-তলায়, যেখানে গতবারও আগুন লেগেছিল। এবার আগুন লাগে সেখানে জমিয়ে রাখা জঞ্জালের স্তুপে।
 

২০১১-র জুলাই মাসে পুরসভা থেকে বহুতলের এই অংশটি মেরামতির অনুপতি পায় বাসিন্দারা। আগামী ২৪ এপ্রিল থেকে সেই কাজ শুরু হওয়ার কথা। তার আগে ছ-তলায় জমে থাকা যাবতীয় জঞ্জাল সরিয়ে ফেলার জন্য কয়েকজন কর্মীকে নিয়োগ করা হয়। শুক্রবার তাঁরা কাজ করে চলে যাওয়ার পর সন্ধে নাগাদ আগুন লাগে।    
 






First Published: Friday, April 20, 2012, 23:22


comments powered by Disqus