Last Updated: September 8, 2012 11:54

ফের অগ্নিকাণ্ড শহরে। শনিবার ভোররাতে রফি আহমেদ কিদোয়াই রোডের কাছে ওলিউল্লা লেনের একটি বাড়িতে আগুন লাগে।
বাড়ির নিচের তলায় কাঠ ও চামড়ার গুদাম ছিল। আগুন লেগেছে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেন। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
First Published: Saturday, September 8, 2012, 11:54