Last Updated: July 17, 2013 21:32

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আজ রাতে মহিলা সার্জিকাল ওয়ার্ডে আচমকাই ধোঁয়া দেখতে পান ওয়ার্ডের রোগী এবং স্বাস্থ্য কর্মীরা।
রোগীর আত্মীয়দের বক্তব্য, ব্যাপক ধোঁয়ার জেরে আরও অসুস্থ হয়ে পড়েছেন অনেক রোগীই। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। জানা গিয়েছে, সার্জিকাল ওয়ার্ডের পিছন দিকে স্টোর রুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলে অভিযোগ। দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
First Published: Wednesday, July 17, 2013, 21:32