Last Updated: February 1, 2014 15:09

দমকলের তৎরতায় রক্ষা পেল পনেরোটি পরিবার। শনিবার দুপুরে আলিপুর নিউরোডের একটি আবাসনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়।
দমকলের ছটি ইঞ্জিন দেড়ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল অফিসাররা জানিয়েছেন, তিনতলার একটি ফ্ল্যাটের শৌচালয়ে শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়েছিল।
First Published: Saturday, February 1, 2014, 19:47