Last Updated: January 28, 2012 23:53

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকল আধিকারিকের। নাম মানিক সাহা। শনিবার রাত ৮ টা নাগাদ বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
গুদামের দরজা ভাঙার কাজ চলার সময় পা পিছলে পড়ে যান দমকল আধিকারিক মানিক সাহা। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা। আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর পাঠানো হয় বিএসএফকে। পরে বিএসএফের দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের হাত বাঁচতে হুড়োহুড়ি পড়ে যাওয়ায় আহত হন ৮ জন।
First Published: Saturday, January 28, 2012, 23:53