Last Updated: March 1, 2012 09:42

জুটমিলে লাগা ভয়াবহ আগুনে বুধবার রাতে আতঙ্ক ছড়ায় বরানগরে। দমকলের ১৭টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী জাভেদ খান। কীভাবে আগুন লাগল তদন্ত করে আজই দমকল কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন তিনি। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বুধবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ আচমকাই জুটমিলের গুদামে আগুনের ফুলকি দেখতে পান রাতের শিফটে কর্মরত শ্রমিকরা। দাহ্য পাটে ঠাসা গুদাম থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা দেখে পরে দমকলের আরও ১০টি গাড়ি আসে। অবশেষে মোট ১৭টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন।
তদন্ত করে বৃহস্পতিবারই দমকলকে রিপোর্ট দিতে বলেছেন জাভেদ খান।
First Published: Thursday, March 1, 2012, 09:46