বেলগাছিয়ায় রেল বস্তিতে ভয়াবহ আগুন, Fire in Belgachia slum area

বেলগাছিয়ায় রেল বস্তিতে ভয়াবহ আগুন

বেলগাছিয়ায় রেল বস্তিতে ভয়াবহ আগুনভয়াবহ আগুন পুড়ে ছাই হয়ে গেল বেলগাছিয়ার কুণ্ডু লেনে রেল কোয়ার্টার সংলগ্ন বস্তি। সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। সম্ভবত রান্না করার কাঠের উনুন থেকেই আগুন লাগে বলে অনুমান দমকলের। বস্তির ঘরগুলি দরমার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গিয়েছে বস্তির পঁয়ত্রিশটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

First Published: Wednesday, December 7, 2011, 15:09


comments powered by Disqus