Last Updated: October 22, 2011 16:10

চলন্ত মিনিবাসে আগুন লেগে আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতার বেকবাগান এলাকায়। দুপুর আড়াইটে নাগাদ এজেসি বোস রোড ফ্লাইওভারের নীচে বাংলাদেশ
হাই কমিশনের সামনে আগুন লেগে যায় মিনিবাসটিতে। বেহালা-রাজাবাজার রুটের মিনিবাসটি পার্ক সার্কাস মোড়ের দিকে যাচ্ছিল। হঠাত্ করেই চালকের
কেবিন থেকে আগুন বের হতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাস থেকে নেমে আসেন আতঙ্কিত যাত্রীরা। আগুন নেভাতে ছুটে যান স্থানীয়
বাসিন্দারা। দমকলের দুটি ইঞ্জিনের আধঘন্টার চেষ্টায় বিকেল তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। যান্ত্রিক সমস্যার কারণেই বাসটিতে
আগুন ধরে যায় বলে দমকলের অনুমান।
First Published: Saturday, October 22, 2011, 16:10