ফের আগুন শহরে

ফের আগুন শহরে

ফের আগুন শহরেফের অগ্নিকাণ্ডের শিকার হল কলকাতা। এবার তারাতলার জিঞ্জিরা বাজারের ডানলপের টায়ারের শোরুম। মঙ্গলবার গভীর রাতের জিঞ্জিরা বাজারের এই আগুনে পুড়ে গিয়েছে ১৫টি দোকান। ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাত বারোটা পঞ্চাশে আগুন লাগে তারাতলার জিঞ্জিরা বাজারে। দমকলের ছ`টি ইঞ্জিন দু`ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

First Published: Wednesday, January 4, 2012, 19:25


comments powered by Disqus