Last Updated: July 19, 2012 15:56

প্রবল আর্থিক সঙ্কটের মাঝেই এবার অকস্মাত্ অগ্নি-অভিঘাত! ভয়াবহ দাবানলের গ্রাসে গ্রিসের বন্দর শহর পাত্রাস। আগুন লেগেছে, পাত্রাসের পার্শ্ববর্তী বনাঞ্চলেও। একশোরও বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফাঁকা করে দেওয়া হয়েছে বন সংলগ্ন বেশ কয়েকটি গ্রামও। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গেছে। হেলিকপ্টারে করে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। ক্রমশ বেড়েচলা তাপমাত্রা ও ঝোড়ো হাওয়ায় দাবানল ছড়িয়ে পড়া গ্রিসে এখন নিত্যদিনের ঘটনা। তবে পাত্রাসে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
First Published: Thursday, July 19, 2012, 15:56