ভয়াবহ আগুনে ভস্মীভূত ট্যাংরার গুদাম

ভয়াবহ আগুনে ভস্মীভূত ট্যাংরার গুদাম

ভয়াবহ আগুনে ভস্মীভূত ট্যাংরার গুদামভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ট্যাংরার ৪৫এ রাধানাথ চৌধুরী রোডের একটি তুলোর গুদাম। রবিরার রাত ৯ টা নাগাদ প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাতে সাড়ে ১২ টা নাগাদ ফের আগুন দেখতে পাওয়া যায়। মধ্যরাতের পর দমকলের ২২ টি ইঞ্জিনের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।




ভয়াবহ আগুনে ভস্মীভূত ট্যাংরার গুদাম
ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি সাততলা বাড়ির একতলার গুদামে বালিশ ও ম্যাটট্রেস তৈরির জন্য মজুত করে রাখা
ছিল তুলো এবং ফোম। সেখানেই প্রথম আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে
ওপরের দুটি তলাতেও। ঘটনাস্থলে উপস্থিত হন দমকলমন্ত্রী জাভেদ খান। কীভাবে
আগূন লাগল তার তদন্ত হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। গুদামটির ফায়ার
লাইসেন্স ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে দমকলের পক্ষ থেকে বলে জানানো হয়েছে।
 





First Published: Monday, February 20, 2012, 11:49


comments powered by Disqus