অর্থমন্ত্রকের অফিসে অগ্নিকাণ্ড

অর্থমন্ত্রকের অফিসে অগ্নিকাণ্ড

অর্থমন্ত্রকের অফিসে অগ্নিকাণ্ডআগুনে ভস্মীভূত হল নর্থ ব্লকে অর্থমন্ত্রকের একটি দফতর। আজ ভোররাতে আগুন লাগে দফতরের একতলায়। আগুনে বহু নথি, চেয়ার, টেবিল, পাখা, সব কিছুই পুড়ে গেছে। সকাল পৌনে ৬টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত বছর অর্থমন্ত্রকের অফিসে প্রণব মুখোপাধ্যায়ের ঘরে সন্দেহজনক আঠাল পদার্থের উপস্থিতির খবরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। সংবাদমাধ্যমের একাংশের তরফে ইঙ্গিত দেওয়া হয়, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নির্দেশেই কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ আড়ি পাতার যন্ত্র বসিয়েছিল অর্থমন্ত্রীর অফিসে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

First Published: Thursday, June 7, 2012, 09:22


comments powered by Disqus