Last Updated: October 15, 2013 11:05

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ডিব্রুগড় থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। মঙ্গলবার সকাল ৪টে ৩০ নাগাদ রাজধানীর প্যান্ট্রিকারে আগুন লেগে যায়। তবে কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আসামের মরিগাঁওয়ের কাছে ধারামতুল যাওয়ার সময় প্যান্ট্রিকারে আগুন লেগে যায়।
আগুন এখন আয়ত্তের মধ্যে আনা গেছে। তবে রাজধানী এক্সপ্রেসটি এখনও দুর্ঘটনা স্থলে দাঁড়িয়ে আছে।
১২৪২৩ নম্বরের রাজধানী এক্সপ্রেসটি গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ডিব্রুগড় থেকে দিল্লির দিকে রওনা হয়। আজ সকাল ৬টা ৪০ নাগাদ ট্রেনটির গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল।
সিনিয়র রেল আধিকারিক ও জেলা আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
First Published: Tuesday, October 15, 2013, 11:05