Last Updated: March 30, 2012 09:41

ধর্মতলায় অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ কলকাতায় আগুনে মৃত্যু হল একজনের। শুক্রবার ভোর রাতে গোলপার্কের কাছে পি ফোর হান্ড্রেড কেয়াতলা রোডের একটি চারতলা বাড়ির চতুর্থ তলায় আগুন লাগে। প্রতিবেশীরাই ধোঁয়া দেখে দমকলে খবর দেন। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে মারা যান পঞ্চাশোর্ধ বিজিত চ্যাটার্জী।
আহত হয়েছেন তাঁর স্ত্রী সোনালী চ্যাটার্জী সহ আরও ২ জন। তাঁদের মধ্যে একটি ১০ বছরের শিশুও রয়েছে। আহতদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট না হলেও দমকলের অনুমান, এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
First Published: Friday, March 30, 2012, 09:41