Last Updated: November 26, 2012 20:47

এসএসকেএম অগ্নিকাণ্ডের জেরে এবার তত্পর হল দমকল বিভাগ। এখন থেকে কলকাতার ৩ টি সরকারি হাসপাতালের বাইরে রাতে মোতায়েন থাকবে দমকলের একটি করে ইঞ্জিন। আজ মহাকরণে একথা জানান দমকলমন্ত্রী জাভেদ খান।
মন্ত্রী জানিয়েছেন, আপাতত এসএসকেএম, আর জি কর ও এনআরএস হাসপাতালের বাইরে মোতায়েন থাকবে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থাযুক্ত দমকলের ইঞ্জিনগুলি। প্রাথমিকভাবে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত দমকলের ইঞ্জিনগুলি রাখা থাকবে। এই তিন সরকারি হাসপাতালেই সংস্কারের কাজ চলছে। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত ইঞ্জিনগুলি রাখা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
First Published: Monday, November 26, 2012, 20:47