টিটাগড়ে আগুনে ভস্মীভূত ৩ টি দোকান, Fire in Titagarh

টিটাগড়ে আগুনে ভস্মীভূত ৩ টি দোকান

টিটাগড়ে আগুনে ভস্মীভূত ৩ টি দোকানভোররাতের আগুনে ভস্মীভূত হয়ে গেল টিটাগড়ের এ কে দেবী রোডের তিনটি দোকান। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল।

First Published: Wednesday, November 9, 2011, 17:01


comments powered by Disqus