বিধ্বংসী আগুন পশ্চিম আমেরিকায়

বিধ্বংসী আগুন পশ্চিম আমেরিকায়

বিধ্বংসী আগুন পশ্চিম আমেরিকায়ক্রমশ ভয়াবহ হচ্ছে পশ্চিম আমেরিকার দাবানল। ক্রমশই জঙ্গলের পরিসর ছাড়িয়ে লোকালয়ে ছড়িয়ে পড়ছে আগুন। বিধ্বংসী আগুনে ওয়াশিংটনে ভস্মীভূত ৬০টির`ও বেশি বাড়ি। এবার ইডাহোর দিকে ধেয়ে চলেছে দাবানল। দুর্ঘটনা এড়াতে ফেদারভিলি এবং পাইন অঞ্চলে প্রায় ১০০০ মানুষকে নিরাপদ কোনও স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এলমোর কাউন্টি শরিফের মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধকালীন তত্‍পরতায় আগুন নেভানোর কাজ চলছে। আকাশ থেকে জল ছড়ানো হচ্ছে। তবে হাওয়ার কারণেই দাবানল দ্রুত ছড়াচ্ছে বলে মনে করেন মুখপাত্র গ্যারি ওয়াকার। আগুন নেভাতে গিয়ে বুধবারই মৃত্যু হয় এক দমকলকর্মীর। ক্যালিফোর্নিয়াতেও শতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকশো বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সমস্ত পার্ক। আগুনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রায় ৮,০০০ দমকল কর্মী।





First Published: Monday, August 20, 2012, 13:59


comments powered by Disqus