হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকার, Fire safety officer coumpulsory in hospita

হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকার

হাসপাতালে ফায়ার সেফটি অফিসার বাধ্যতামূলক করল রাজ্য সরকাররাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে একজন করে ফায়ার সেফটি অফিসার রাখতেই হবে। এই নির্দেশই দিতে চলেছে রাজ্য সরকার। এ কথা জানিয়েঝেন দমকলমন্ত্রী জাভেদ খান। এরপাশাপাশি প্রতিটি  হাসপাতালে এমারজেন্সি লাইট রাখার কথাও বলা হয়েছে। দমকলমন্ত্রী জানান এখনও পর্যন্ত্য রাজ্যের পঁয়তাল্লিশটি সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে সরকার নিযুক্ত কমিটি। সবকটি হাসপাতালেই কিছু ত্রুটি দেখা গেছে। একমাসের মধ্যেই হাসপাতালগুলিকে সেইসমস্ত ত্রুটি ঠিক করে নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।





First Published: Thursday, December 29, 2011, 00:00


comments powered by Disqus