পূর্ব মেদিনীপুরে আটক নিষিদ্ধ শব্দবাজি, firecrackers recovered from purba medinipur

পূর্ব মেদিনীপুরে আটক নিষিদ্ধ শব্দবাজি

পূর্ব মেদিনীপুরে আটক নিষিদ্ধ শব্দবাজিঅভিযান চালিয়ে প্রায় দুই কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি আটক করল পুলিস। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার প্রয়াগ গ্রামের। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে গোটা গ্রাম ঘিরে ফেলে পুলিস। এসডিপিও পারিজাত মুখোপাধ্যায়ের নেতৃত্বে চলে অভিযান। কাউকে গ্রেফতার করা না গেলেও শব্দবাজী আটক করে পুলিস। আটক করা হয়েছে বাজি তৈরির মশলাও। পুলিস জানতে পেরেছে, প্রতি বছরই প্রয়াগ গ্রামে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হয়। সেখান থেকেই জেলার অন্যত্র ছড়িয়ে পড়ে নিষিদ্ধ শব্দবাজি।
   

First Published: Monday, October 24, 2011, 16:55


comments powered by Disqus