Last Updated: February 9, 2013 22:54

এবার সলমন রুশদির বিরুদ্ধে তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সলমন রুশদি সমাজবিরোধী। তাই তাকে ঢুকতে দেয়নি রাজ্য সরকার। বীরভূমের নলহাটিতে এক জনসভায় একথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর অভিযোগ, রুশদির মতো মানুষেরা সমাজে অশান্তি বাধাতে চায়। তাই কেন্দ্র তাঁকে দেশে ঢুকতে দিলেও রাজ্যে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে তাঁর কলকাতা সফর বাতিলের পিছনে মমতাবন্দ্যোপাধ্যায়র হাত ছিল বলে অভিযোগ করেছিলেন রুশদি। বিশ্বখ্যাত সাহিত্যিকের অভিযোগ ছিল, তাঁর কলকাতা সফর বাতিলে পুলিসকে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
First Published: Saturday, February 9, 2013, 22:59