অসৌজন্যের রাজনীতির জুতোয় পা গলালেন ফিরহাদ হাকিম, বহরমপুরে দীপা দাশমুন্সির প্রতি অশালীন মন্তব্য পুর ও

অসৌজন্যের রাজনীতির জুতোয় পা গলালেন ফিরহাদ হাকিম, বহরমপুরে দীপা দাশমুন্সির প্রতি অশালীন মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর

অসৌজন্যের রাজনীতির জুতোয় পা গলালেন ফিরহাদ হাকিম, বহরমপুরে দীপা দাশমুন্সির প্রতি অশালীন মন্তব্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর
ফের অসৌজন্যের রাজনীতি। নাম না করে দীপা দাশমুন্সির প্রতি অশালীন মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বহরমপুরে পুরভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকেও বিঁধেছেন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।  বহরমপুরে পুর নির্বাচনের প্রচারে গিয়ে দীপা দাশমুন্সির প্রতি অশালীন মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে দীপা দাশমুন্সিকে আক্রমণ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
 
ফিরহাদ হাকিমের নিশানা থেকে বাদ যাননি রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীও। তিনি বলেন, খুনের মামলায় জামিনে থাকলেও দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি হবে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর। তখন জেলে বসেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে হবে তাঁকে।

রাজ্যের মন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
 
পুরমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যুযুধান দুপক্ষের বাগ-বিতণ্ডায় পুরভোটের আগে ফের সরগরম বহরমপুর।   

First Published: Tuesday, November 19, 2013, 10:14


comments powered by Disqus