Last Updated: December 17, 2012 19:36

সেটটপ বক্স নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রইল রাজ্য সরকার। আজ এ বিষয়ে এমএসও`দের সঙ্গে বৈঠকে বসেন নগোরন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়ে দেন, সেটটপ বক্সের নিয়ে কেন্দ্রের ২৭ ডিসেম্বরের সময়সীমা মানবে না রাজ্য সরকার। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের অনেক জায়গায় এখনও ডিজিটাল পদ্ধতি চালু করা যায়নি। তা কেন্দ্রকে জানানো হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে কোনওভাবেই সেটটপ বক্সের সময়সীমা মানা সম্ভব নয় বলে এমএসও`দের দের জানিয়ে দেন মন্ত্রী।
First Published: Monday, December 17, 2012, 19:37